হৃদয়কম্পন রাত্রির যৌবনে,ব্যাকুল পাগলপারা,
ধরণীতলে ঘুমের ঘরে,রত্নদীপ জ্বালি,অস্থির মনাকাশের তারা।
রাঙা স্বপ্ন রাঙ্গিয়ে গেলে,মুদিত আঁখির পাতায়,
মনের প্রাসাদ সাজিয়ে গেলে সঙ্গোপনে জেগে খুঁজি সেথায় ।
আকুল হিয়া, নিঃশ্বাসিয়া, উদাসিয়া মন বন্দর,
তোমার শরীরের সুগন্ধে মাতি,মধুর গন্ধে,চির চেনা সেই অন্তর।
ভুবন বিজয় করে তুমি,মাধবী,ফোটিয়েছ ভ্রুনে ,
আমায় দেখালে সেই ভুবন,স্বযতনে,চলে গেছ নীল আকাশের কোণে।
নিবিড় ব্যথায় ফেটে যাই অন্তর অশ্রু নয়ন জলে,
হৃৎস্পন্দন ক্রমেই ধীর বুকের মাঝে,বিবর্ণ ধূসর আঁধারের তলে ।
কঠিন পৃথিবীতে সর্পিলে তুমি, চলে গেলে নির্জন দেশে,
তোমার সঙ্গবিহীন কি করে বাঁচি মাগো,ক্ষণভঙ্গুর,জীবনের আঁশে ।


রচনাকাল
২৫।০৫।২০১৫
ইউ এ ই