ঈশান কোণে মেঘ জমেছে,তনয়া'র চিন্তার এক সাগর জল জমেছে  চোখে,
বাবা-মা'র অজান্তে,বাতায়নের শিক ভাংতে হচ্ছে এক অদ্ভুত মোহময় প্রেমের টানে,
মনে নানা প্রশ্ন,জন্ম দিয়েছেন যাঁরা,তাঁদের না বলে এমন ভাবে গোপনে পালানো!!
জীবনের এমন কঠিন সীমানায় দাঁড়ানোর আগেই ঝর ঝর আঁখিজল গড়িয়ে পড়ছে
তনয়া-আজ মাঝামাঝি দোটানায়,একদিকে জগত পিতা,মাতা,
অন্য দিকে স্বপ্নের প্রেমের অনুভবের টান।
প্রেমবরিষার স্রোতে তনয়া,আজ লাজময়িহীন,
মনের সব কথা বাবা-মা'র কাছে পেশ করে ও পড়েছে বিপাকে,
অভিমানে তনয়া,লাজবাঁধ টুটে  সহসা জেগে উঠলো
"আমাকে পালাতে হবে,কলঙ্কের কালি পড়ুক না গায়ে,ক্ষতি কি"?
চঞ্চল মনে,ক্ষণে ক্ষণে কল্পলোকের অদৃশ্য সংকেত উড়ে এসে জুড়ে বসে,
দীর্ঘপথ ভালোমন্দময় সময়ের সাথে পরিচয়ের আশায়,
স্পর্শ করে বাঁধাপড়া প্রেমের কঠিন আবেগ ।
অস্থির চিত্তে তনয়া ভালোবাসার নিবিড়তায় অন্ধ প্রায়
উষার আলোয় নতুন ফুলের প্রকাশ ঘটানোর আশায়, একি সম্ভব!!
বিবেকের দংশনে দংশিত আজ তনয়া,
কঠিন প্রেমের পিপাসা-আর বাবা,মা'র স্নেহ,মমতা
জীবন পথে আঁকা দারুণ চিত্রপট,এটাই বাস্তবতা ।
হঠাৎ জাগ্রত হৃদয় যেন ডেকে উঠলো আঁৎকে উঠলো মন
প্রেম বড়,তবে যাঁরা তাকে এ পৃথিবীতে নিয়ে এলেন তাঁদের জন্য।


রচনাকাল
৩১।০৫।২০১৫
ইউ এ ই