যদি এমনি হতো
আমাদের এই সোনার বাংলা
জীবনানন্দের'রূপসী বাংলা'কাব্যের মত হয়ে গেছে
যেখানে আছে গোলা ভরা ধান,গোয়াল ভরা গরু
রাখালিয়ার মধুর মুরালির সুর সন্ধ্যায় বনজ পঙ্খিদের
কিচির মিচির শব্দের সুমধুর কলতানে আঁধারের আমন্ত্রন।


যদি এমনি হতো
পল্লী কবি জসীম উদ্দীনের বাংলা তাঁর রূপের শোভার অন্তরালে
সবায় কে বিমূড় করে রেখেছে
যেখানে থাকবে না কোন হানাহানি ,মারামারি,হরতাল,ভাংচুর,
আর ক্ষমতার অপদাপট ,থাকবে না কোন ঘাত-প্রতিঘাত,
সংঘাত,সম্পত্তি, সম্পদের অস্বাভাবিক কোন্দল ।


যদি এমনি হতো
কাজী নজরুলের বিদ্রোহী কবিতার মত
প্রভাতের রক্তিম সূর্যের এক ফলা হাসির উপমার ন্যায়
ভাসছে গোটা বাংলা তথা প্রতি টি মানুষের মন
যেখানে থাকবে না কোন দল-বিদলের প্রশ্ন,
থাকবে না কোন ধর্মের ভেদাভেদ ,রাজনৈতিক অস্থিরতা।
স্বপ্নের অন্তরালে স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে এই বাংলায় ?


রচনাকাল
০১।০৬।২০১৫
ইউ এ ই