বীণার সুরের ঝঙ্কারে,কাঁদে কত হিন্দু সংখ্যালঘু,
বাংলা যেন নরক হলো তুমি-ই দেখ প্রভু।
কোন অপরাধে বাংলার বুকে পাঠালে এই দুই অভিনেত্রী
কথায় কথায় পেট্রোল বোমা ছুঁড়ে,দানব গুলো তাঁদের সহযাত্রী।
এ কোন ক্ষমতার লড়ায়ে,নেমেছে তাঁরা নিরীহ জনগণ কে মেরে,
একবার ও ভাবছে না তাঁরা,তাঁদের ও যেতে হবে ঐ সে পরপারে।

ক্ষণিকের অতিথি ধরনণীর বুকে,একদিন যেতে হবে সব ছেড়ে,
কিসের ক্ষমতা,কিসের বহাদুরী,ভুবন মাঝে,জীবন চলার তরে।
ধিক!!ধিক!!এমন হীনমন্য রাজনীতিবিদদের,ধিক!!তাঁদের মনুষ্যত্বে,
সূর্যময় দিনের স্তব্ধতা আজ বাংলার জনগণের শঙ্কিত অস্পষ্টতা চোখে মুখে।
জানি কবিতায় আমার নিষ্ফল প্রতিবাদ, তিতো লাগবে হয়তো তাঁদের,
অন্ধকারের নির্বিরোধ থেকে উঠে আসো রাজনীতিবিদগণ,পূর্ণতায় আনো মোদের।


রচনাকাল
০২।০৬।২০১৫
ইউ এ ই ।