মর্তের স্বপন ভুলে দ্যাখো একবার,
ওপার দুনিয়ার অমরাবতীর ফুলের সৌরভ
কতো টা সুগন্ধি,কতো টা তিতো,
হেলাভরে হেসে, দিও না সময় পার
হিয়াতলে বসন্তের উন্মত্ত নিমেষে
কাটাই ও না বেলা,যখন পার হতে যাবে
ভবের ভেলা,হিসেব কষবে হিসাব রক্ষক
জীবনের উপসংহার ।
নাম জপ তাঁর,যে দিয়েছেন অমন রূপের বাহার।


রচনাকাল
৭।০৬।২০১৫
ইউ এ ই