কুটীর- দ্বারে দাঁড়িয়েছিনু
গহন শাঙন-রাতি ,
আঁচলের মাদুর রেখেছিনু
যতনে উল্লাসে মাতি ।


এলে না সখা দিলে না দেখা,
এই মন কুটীরে,
ভাঙনে  ভেঙে দিয়ে গেলে,
মন  কাঁদছে উতরোলে ।


শূন্যতা তড়িৎ দেয়, মনে প্রতিলব্দে
ঝ’রছে জল,অশ্রুধারা ,মহাপ্লাবনে,
মায়ার ডিঙায় নোঙর দেয়,পাল বেঁধে
তোমার নিমিত্তে ।


ক্লান্ত মনে যখন ,তোমার তরে
আমি পাগলপারা,
তখন তুমি অন্য বাগানে,আমায় কাঁদিয়ে,
অচেনা প্রেমে দিশেহারা ।


এ কেমন তোমার প্রেম প্রেম খেলা
বাঁধন ছেঁড়া  মনে,
কুরঙ্গী মনের কু-মৌন বিলাস
এঁকে নিলে অন্য কাননে ।


রচনাকাল
০৩.০৭.২০১৫
ইউ এ ই