তুমি এলে জয়দৃপ্ত মনে,আমারি বক্ষ দ্বারে
নিত্য সুখে,নিশ্চিন্তচিত্তে অনন্ত বাহুডোরে ।
স্নিগ্ধশান্তরূপে তোমায়, লেগেছে আমায় বেশ
কি দিয়ে তোমার প্রতিবিম্ব আঁকি ভালোবাসার রেশ ।


প্রাতের পূর্ব-উদয়শিখরে উজ্বল তোমার হাসি ,
কিরণ যেন মেঘের অন্তরালে মুখ লুকায়,এক সূর্য ভরা খুশি।
অহর্নিশি ছিলে তোমার সুহৃদ্‌-রূপে নির্ভর বন্ধন,
লাজ-লজ্জা ছিনিয়ে নিয়েছো ,স্বরুপ রূপের মন্থন ।


পরিপুর্ণ ভালোবাসায় ভাসিয়ে দিলে,চপল চঞ্চল চিত্ততলে
নৃত্য করি হৃদয়দুর্গে, অসীম ভালোবাসার প্রীতিমন্ত্রবলে ।
তোমার শ্রীচরণে অনুনয় সখা,ভালোবেসো অনন্তকাল,
স্নেহবিগলিত চিত্তে দিও একটু স্থান সদা,মহাকাল ।


রচনাকাল
০৬।০৬।২০১৫
ইউ এ ই