দূর হও দূর হও অতৃপ্ত যৌবন-ক্ষুধা,উদগ্র কামনা,
চুম্বনে চুম্বন, বারিষ হরষণ প্রহসন,ছুঁয়েছি অধর
ঘুম-ভাঙা রাতে, গ্রহান্তরে গ্রহে,তৃষ্ণা-জাগানিয়া চিত্তে
আজ বড্ড বেসামাল,তিলোত্তমা, তিলে তিলে!!


ইন্দ্রধনুসম অতৃপ্ত হিয়া,মানস-রঙ্গিণী ক্ষণ খোঁজে বারংবার,
অগ্নিধারা লেলিহান শিখায়,জ্বলে পুড়ে  অঙ্গার হতে
নিখিল আদিম সৃষ্টি-কাম,যমুনায় ।


শুষে নিবে চিরন্তন, প্রেমের পেয়ালা,রমি বিশ্ব-কামনায়
স্রষ্টা জ্বালিয়েছেন কামনার বাতি,শয্যায় শয়ন কক্ষে,
অপ্রকাশিত নিশির বাহুডোরে, তিলোত্তমার মিলন কুঞ্জে।
ছেঁড়া বসনে বাসনার অনল,গাঢ় কালো নীলের আঁধার
বাসর রাত্রির ফুলে ফুলে সজ্জ্বিত উত্তেজিত মোহে,
ষোড়শীর যৌবনের পাহাড়।


রচনাকাল
২০।০৭।২০১৫
ইউ এ  ই ।