চন্দনের সুবাসে ধূপ দীপের ধুঁয়াই  
আরতি জানাই ওগো প্রভু।
ওদের তুমি ক্ষমা করে দাও
নির্মম জ্বরের তান্ডবের  থেকে শুধু।


লোনতা তাপে গা পুড়ে যাচ্ছে,
প্রভু সে যে ছোট্ট অবুজ শিশু,
বুঝাতে  পারে না বলতে পারে না
দূর থেকে বুঝি অনেক কিছু।


মায়ের কষ্ট দেখে ছেলে অর্ঘ্য আমার
কেবল অপলক চেয়ে  থাকে,
কিছু কথা  বলতে চাই মনের সুরে
দু'ই জনে এত কষ্ট কোথায় রাখে।


জননী আমার পুড়ছে তাপে
এই বৃদ্ধ বয়সের ভারে হামাগুড়ি,
জ্বরে ফাটিয়ে দিচ্ছে সারা দেহ  হে প্রভু
একাকী প্রবাসী মনে কষ্টের ছড়াছড়ি।  


হে বিশ্ববিধাতা জগতের পিতা
তোমার অসীম মহিমা,
সুস্থ করে দাও সকল যন্ত্রণা থেকে,
তোমার নাইকো তুলনা।।  


রচনাকাল
১৩।০৯।২০১৫
ইউ এ  ই ।


ঘরময় সবায়  অসুখের তান্ডবে ভুগছেন। আসরের কবিবন্ধুরা একটু তাদের জন্য  আশীর্বাদ/দোয়া  করবেন প্লীজ।