গাছের উপর  বানর ছানা
     এই ডাল ঐ ডাল আনাগোনা,
             তেড়ে বেড়ে বেড়াই শুধু
                         মৌমাছি খুঁজে মধু।


বনের ধারে পাখির গানে,
     অর্ঘ্যের  ছুটে পাগল প্রাণে,
               দেখে  শুধু অবাক  দৃষ্টি
                    ফলের স্বাদে আহা!!মিষ্টি।


ফুল তুলে দেয় মায়ের হাতে,
      সোনালী  ঊষায় আলোর প্রাতে
                 শিশির ভেজা দূর্বা ঘাসে,
                   এক রসালো আম পড়ে আছে।


ভাবছে  নিবে হাতের তালু
        চিৎকার  করে  বানরগুলো,
              ভেংচি কাটে দাঁতের ধারে
                    অর্ঘ্য পালাই চুপিসারে।।


রচনাকাল
১৬।০৯।২০১৫
ইউ এ ই।