ব্যথার পাহাড়ে আঁখি সাগরে ক্লান্ত এই মন,  
চোরাবালির চর,ধূসর মন মরুভূমি,শুন্যতা তড়িৎ দেয়
বিষাদতায়,শুধু তোমায় পেতে সঙ্গোপন ।


অশ্রুধারা আজ বইছে  স্রোতে কিনারায় আঁখির চরে ,
ভাঙনে বাঁধন ছিঁড়ে  নিলাম হয়ে যাওয়া স্বপ্ন
আজ ও গুমরে মরে ।  


ঘনায় গহন শাঙন-রাতি  আজও কাটে কত নিঝুম রাত ,
একাকী কেঁদে মরি শুন্য মাদুরে শুধু সখা তোমারি স্বপাত।


মন কুটীর-আজ আলো হীন প্রদীপ, দিবসে নিশিতে,
কোন ভুলে সখা আমার সব স্বপ্ন নিভিয়ে,
ব্যস্ত আজ অন্য কুরঙ্গী মন খুশিতে ।


রচনাকাল
ইউ এ ই
১৫।১০।২০১৫