আজি বহুদিনপর ফিরিয়া আসিয়াছি,
        কবিতার সরবরে,  
কবিতার  আঁখিতে কাজল মাখিবো
     মনের কথা চুপিসারে।  ।


আসরে,
কেউবা সাজায়াছে কুমারীর রূপ  
     কেউবা সাজায়াছে  মন,    
কেউবা সাজায়াছে প্রণয় বারতা
      কেউবা সুখের  ক্ষণ।  


আমি তাহারে বলি প্রিয়া রঙতুলি
      ভুলিবো কেমনে তোমায়?
তোমারি বুকে চষে বেড়ায়াছি সদা
      তুমি ভুলিয়াছ কী আমায় ?


আসর হাসিয়া কহিলো, ওহে যুবক
       আসরের উদ্যমী কবি,
কেমনে ভুলিবো তোরে একবার বল
      তোর গোমরা-মুখি ছবি।  


রচনাকাল
২৩।৯।২০১৬
ইউ এ ই