কালচে আলোয়  আবছা আলো
চতুর্দিকে জোনাকিরা  জ্বলছে আর উড়ছে
ফুল হাতে  দাঁড়িয়ে, আমি  নির্বাক
আজ  আকাশের দেহে কোনো মেঘ নেই, উস্তর যেন
ভাজে ভাজে মাটির রূপের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।  


আমি তার মাংসপিণ্ডে হাত রেখেছি,
যেন ফুলের পাপড়ির ছোঁয়া  পেলাম
স্নিগ্ধ আমার শিরা উপশিরা,
তাকে আমি  হাসতে  দেখেছি, ঐ  ফূলের  মতো,
যেন আমি  আজ তার শরীরের ভ্রমর।  


আমি তার সতেজ ভূমিতে দুই ঠোঁট বসিয়েছি
যেন  কমলাকোষের নরম স্পর্শ পেলাম
বিস্মিত আমার সুখেইদ্রিয়
তাকে  আমি  অনলে পুড়তে দেখেছি, সুখের তরীতে
যেন আমি আজ  তার  সুখের  মন্থনকারী ।


আমি আজ  তার  শ্রবণযন্ত্রে  জিহ্বা বসিয়েছি  
যেন মন বন্দরে শিহরণ অনুভব করলাম  
আমি  তাকে  গোংড়াতে দেখলাম, সুখের বেদনায়
যেন আমি আজ বদ্ধভূমিতে হালচাষ করছি,
যেথায় আছে শুধু প্রাকৃতিক  নির্যাস।



রচনাকাল
১৩।০১।২০১৬
ইউ এ ই