তৃপ্তিহীন তৃষা কাব্য রসে থাকে নবমালতী  নিরন্তর,
দীপ্তিভরা নয়নের স্বচ্ছহাসি পূর্ণিমামালিকা প্রিয়ন্তর।
সাহিত্যের  ব্যঞ্জনে  রচনা করি  প্রেমলীলা, কাহিনী
কাঁকন বাজে,নূপুর বাজে,মনের মাঝে প্রিয়া মোহিনী।
তৃষিত বুলি তোমার অধরের, বিবশ শীতলছায়া নদী
শুনে মুগ্ধ,সুখ উতপ্ত,নবীনফুলমঞ্জরী সুবাস নিরবধি।
শিশির-ঝরা কুন্দম ফুলের দুঃখ নিশা প্রভাতের লয়,
পলকে তোমায়  না দেখলে, আঁখি তেমনি মনে হয়।
হৃদয় মাঝে কাঁপন ধরে,ক্ষণে তুমি ছাড়া মূর্ছায় অসাড়,
রত্নদীপ জ্বালি তোমার অপেক্ষায়,নিরিবিলি প্রেমসাড় ।


রচনাকাল
২২।০৩।২০১৪
ইউ এ ই ।