এই প্রবাসে পরবাসী আমি, জন্মে আছে কত স্বপ্ন
মাটির ঘরটি   দালান হবে, মায়ের ছেলে রত্ন।
ভোরের আকাশে বেরিয়ে পরি, স্বপ্ন স্রোতের বানে,
গায়ের ঘামে  বক্ষ ভাসে, ক্লান্ত শরীরের  টানে।


ঘরে মায়ের অসুখ, ধূর্ত অভাব, শত যাতনার পিছুটান,  
নক্ষত্র-খচিত স্বপ্নের মহাকাশে, স্বপ্নরা ভেঙ্গে খানখান।  
আকুতি স্বরে চেয়েছিলো বোনটি,এক জোড়া কানের দুল,
আবদারখানা কেবল কানে ভাসে, ভেবে পাইনা কোন কূল। ,


সারা দিনের  ক্লান্ত শরীর,সন্ধা যখন,চায় যে শুধু বিছানার সুখ,  
সাপ্তাহ পেরিয়ে মাস গড়ালে চেয়ে থাকে, কতগুলো অবুঝ মুখ।
আশ্চর্য তখন পাই না যখন, নিজের  শ্রমের   ন্যায্য মুল্য,
ওরা  আমির ওদের কাছে শ্রমিক যেন, নগণ্য তুচ্ছ তুল্য ।


প্রবাসীর হাজার কষ্ট  লুকিয়ে  থাকে, দাবদাহে ভস্মীভূত,  
অলক্ষ্য অন্তরালে সুখের  বিসর্জন, অপ্রজ্বল ধোঁওয়া শত।  
এত কষ্ট  লুকিয়ে রাখে হে প্রবাসী, যেন  বর্ষণশান্ত মেঘ,  
কষ্টের চক্রনৃত্য যতই নাচুক, তাতে পাই না কোণ বেগ।


রচনাকাল
২৩-০৩-২০১৮
আবুধাবী ।