প্রতিদিন ঘরে , রবির  ছায়া পরে
যেই ছায়ায় আছে প্রাণ,
এই ভুবনে মাগো তোমার হাসি চির  অম্লান ।


প্রতিদিন ঘরে , তোমার পাগল  করা সুরে  
যেই সুরে আছে মধু,
কান পেতে শুনি মাগো, তোমার সুরের যাদু ।  


প্রতিদিন ঘরে, ভোজনে সুবাসিত করে  
যেই ভোজনে আছে স্বাদ,
যেমনি রাঁধো মাগো, ডাকি অমৃত নাদ ।    


প্রতিদিন ঘরে, ভোরে শীতের  পিঠার তরে  
যেই পিঠাই ভোর রঙিন  ,
তুমি মাগো আদর্শ আমার জীবনের সঙ্গিন।


প্রতিদিন ঘরে,  আদূরে  শাসন ধরে  
যে শাসনে আছে রাশি রাশি স্বপ্ন,
তোমার স্বপ্ন মাগো, আমিও দেখি তুমি যে রত্ন।  


প্রতিদিন ঘরে, শত আবদার,বাহানা সারে  
যেই বাহানা রাগ অনুরাগ ,
কষ্ট হতো মাগো পূরণ করতে এই তো স্বভাব।


প্রতিদিন ঘরে, কত বকাঝকা চলে
যেই  বুকুনীতে আছে কত সুখ,
আমার হাসিতে উঠতে হেসে উজ্জ্বল তোমার মুখ।  


প্রতিদিন ঘরে,  তোমার আঁচল ধরে
যেই আঁচলে আছে শত ক্ষমতা,  
আঁচলে লুকানো মাগো, পকেট খর্চার মমতা।


প্রতিদিন ঘরে, বাবার শাসনের তরে
সেই শাসনে  তুমি আশ্রয় ,
আদর দিয়ে লুকিয়েছ মাগো, দিয়েছ  প্রশ্রয়ই ।


প্রতিদিন ঘরে , তোমার আলোর মমতা ভরে
যেই মমতায় আছে শত সুখ
তোমার আলোয় চাঁদ অনর্থ , উজ্জ্বল তোমার মুখ।


রচনাকাল
৩১।০৭। ২০১৭
আবুধাবি।