উৎসর্গ আজ  তোমায় কাব্য, যে তুমি করেছিলে ভর,
বর্ণে বর্ণে শব্দ বানিয়ে  ভাবের কোষে কবিতার ঘর।  
যুগে যুগে তোমার খাতির করেছেন যত কবি বর
কাব্যমানবীরাও সাধানায় ব্রত  বলেছেন কলম ধর।


যোদ্ধা করেছেন অস্ত্র যুদ্ধ, কবি করেছেন কলমে
কবিতার তেজে লুটিয়ে পড়েছে শত্রুদল কাব্য গরমে।
প্রেমিকা মজেছেন কাব্যের পরশে নরম কোমল ছোঁয়া !
সেই ছোঁয়ায় মানেনি মন, ভুলেছেন ধর্মের অঙ্কুশি  মোয়া ।


আজ ভায়োলেন্সের ভায়োলিন বাজে, সারা কাব্যের আকাশে  
কেউ রবি ঠাকুর, কেউ কাজী নজরুল ভাবে মনের বাতাসে।
ঐ সব  ভাবুক ওরা ভাবুক তাতে ক্ষতি  নেই যে হৃদ দেশে  
তবু  জন্ম হোক কবিতা, শ' থেকে ৫০০ প্রত্যহ হাজারে হাজারে!!



রচনাকাল
১৯।০৫।২০১৮৯
আবুধাবি