শুদ্ধস্বর মুগ্ধতা আনে শব্দ-সংকেতে
হৃদয়ের নদী রয় স্রোতে
দিনে ও রাতে।


কবিতা এলে জলে নামে পৃথিবী
চন্দ্রের চোখে হাসে রবি;
নদীবর্তীরা হাত রাখে বুকে
জলের সুখে।


জল ছাড়া কোনো নদী ছিল না;
জল ছাড়া নদী নেই কোনো,
গতি ছাড়া কোনো নদী ছিল না;
গতি ছাড়া নদী নেই কোনো।


অন্তর্জলে গতি আনলে তুমি
দেখবে মোহনায় আছি আমি।