না, আর পারছি না... মরুসংকটে


হৃৎপিণ্ডে ধেয়ে নামছে হিম
এ-বাড়ি সে-বাড়ি গোয়ালন্দ-রানাঘাট...
বাতাস পাথর বিপুল শূন্যতায়



না, থাক, আর ভুল করা যাবে না
এক জড় রাখাল পাথরে ডুবলে কী এমন ক্ষতি
সৃষ্টির ক্যানভাসে নামুক মেঘশূন্য আকাশ
সৃষ্টিকর্তা হোক সর্বরঙে প্রকাশ


বরং রাখাল পাথরে আরো মিশে যাক
সৃষ্টির নদী হোক আরো নদী
অনবদ্য সংকেতে



সৃষ্টির জন্য নদী নিরবধি
বিনষ্টির অতীতে ফেরে না কখনো