কবিতার জন্য প্রেরণা চায় -
গ্রহ, আগ্রহ অথবা বিগ্রহ;
টান অথবা টানটান অভিমান;
মাটি, জল অথবা আগুন; -
সব ঋতুতেই ফূটতে পারে কবিতার ফাগুন;


তুমি কবি, তাইতো কালবোশেখি ঝড়ের অমারাতেও
চারু জ্যোৎস্নার শব্দে হাসাতে পারো ঝড়ো-মেঘচাপা চাঁদ।



অনেক জল গড়িয়ে ঢেউ ভেঙ্গে ভেঙ্গে আজ এখানে
তোমার জলাধারের কোলঘেঁষে স্রোতের পরশে হাসছে
১০৮ টি বিমূর্ত পদ্ম।


কতো কথা বলে তারা কতো কথার ঢেউ তুলে তুলে!
ভ্রমণবিলাসী নদীবর্তীরাও বিস্ময়ে ভেসে ভেসে চলে।


আমি জলস্বরা নদীর খুব তীরে বসে থাকি
নতুন আরো একটি পদ্মকলি ফুটবে বলে প্রতিদিন
তুমি জানো!



অন্তর্দ্বন্দ্বে আবহাওয়া বদলে যায় ক্ষয়িষ্ণু পৃথিবীর
তবু জলে-স্থলে জাগিয়ে রাখে গতি - সুমতি -
আরো একটি দিনের এক অজস্র কবিতায়।