তুলির অনবদ্য এক আঁচড়ে কতো কথা আজ ব্যঞ্জনায়
সন্ধ্যার ভাঁজখোলা ইথারিয়ো সংযোগে
সাদা আঁচড়ে কতো রঙ উপচে পড়ে অনুরাগে
হৃদয় নেচেওঠা বাতাসে কতো দ্রুত ভেসে যায় সময়
মুগ্ধতার তরঙ্গিত ভঙ্গি আরো কিছুটা মহুয়া রাত
উষ্ণতার হাত চায় লোহিত প্লাবন


আত্মার সঙ্গমে বেজে ওঠে হঠাৎ বিউগল


ওপারে ঘন্টা বাজিয়ে ঈশ্বর ঢোকে ঘরে সীমাবদ্ধ স্বরে
একঘেয়ে নিরুত্তাপ অর্বাচীন পেশী
মগ্নতার মনে জেঁকে বসে পুনরাবৃত্তির রাত
নন্দনে নামে জলশূন্য হাত প্রাত্যহিক বুকছেঁড়া আর্তনাদ


এপারে আকাশ আরো শূন্যতায় মহাকাশ
একজোড়া জলের চোখে অদৃশ্য সব নক্ষত্রের প্রতিভাস
নিখুঁত ঠোঁটের রেখায় রসিয়ে ওঠে প্রক্সিমা সেন্টারাই
ঝুলে পড়ে পিউনি স্বপ্ন এ কোন মাদকতায়
মহাপৃথিবীর সব অনুভূতি আদুরে আস্কারায়
হাসতে চায় সন্নিহিত মুদ্রায়


উত্তর মেরু কখন মুখ রাখে দক্ষিণের বুকে, সুখে