স্বপ্ন ক্ষয়ে গেলে দুঃস্বপ্ন তারা করে
বীভৎস বিজ্ঞতার বীজ বুনে
নষ্ট নরকের নীড়ে কন্টন বিষ অংকুরিত হয়।
সংকটে স্বজনেরা দূরে সরে যায়
দুর্দিনে জানালার পাশে উঁকি দেয় অট্টহাসি
আঘাত আসে
প্রিয়ার বাকাদৃষ্টি তীব্রভাবে ঝলসে ওঠে।
বুকপকেট শূন্যতা নিয়ে কার কাছে যাব
দৈন্যতা দূষণ বন্ধুর স্বাভাবিক জীবন
অকপটে কেউ কেউ মন খুলে গালি দেয়
ব্যর্থ হলে কেউ কাছে ডাকে না কখনো
না দেখার ভান করে পাশ কেটে চলে যায়।
পা পিছলে পড়ে গেলে তখন কেউ হাত ধরে
ডাঙ্গায় দেবে না ঠাঁই
তবু শ্বাস যত দিন থাকবে বহমান
গেয়ে যাব জীবনের যত গান
স্বপ্ন মরে গেলে ফিরে ফিরে পাই যেন
নতুন স্বপ্নের আহবান।