আষাঢ়ের শিহরিত বৃষ্টি সারা দিনমান ক্লান্তি হীন  ঝরে,
আমি তার কতটুকু হৃদয়ে করেছি ধারণ
অসীম নির্জনে দুজনে ভিজব বলে।
সীমাহীন খোলা প্রান্তরে, নরম ঘাসের বিছানায়, দুজনে নিবিড় হব বলে।
তৃষ্ণার্ত ওষ্ঠ  বেয়ে ঝরে পড়া বৃষ্টির নির্মল জলের স্বাদটুকু,
তুমি যত্ন করে রেখে দিও তোমার ওষ্ঠে জড়িয়ে।
শিহরিত তনুখানি তুলে নিব পালকের মত,
মেখে নেব সারা অঙ্গে স্বর্গের সৌরভ।
মুহূর্ত গুলো অনন্তকাল ধরে রাখবো যতন করে,
শুধু তুমি আমি আর প্রেমাসক্ত খোলা আকাশ।
তারপর স্বপ্ন হারাবে- জেগে দেখব বালুচরে
ভেসে আছি একা আমি, তুমি নেই পাশে,
হারাতে পারবোনা যে তাই লাগে ভয়,
তাই তো ভালবেসে দূরে দূরে রই,
শরতের শিউলিতে তোমাকে খুঁজি।