আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুঁয়েছে মনে;
মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে।
হয়তো ফুটেনি ফুল, রবীন্দ্রসঙ্গীতে যত আছে।
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে,
বনের কুসুম গুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা,
দুরন্ত শিমুল গাছে গাছে।
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।
একঝাঁক পাখি এসে ঐকতানে ,
গান গায় এক সাথে ভোর বিহনে।
আচানক দুনিয়াটা আজব লাগে,
আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে,
লাল নয়, কালো নয়, সবুজ পাতা, জেগে ওঠে একরাশ সবুজ পাতা।