আমি চাঁদনী রাতে খোলা আকাশের নিচে দাঁড়াব,
তুমি আমাকে আলোকিত করো।


আমি শীতের সকালে ঘাসের উপর হেটে যাবো,
তুমি আমার পা ভিজিয়ে দিও।


শীতল হাওয়া তে নিজেকে মেলে দিবো,
আমাকে উড়িয়ে নিও।


বকুল ফুলে হাত ভরাবো,
তুমি সুগন্ধে মাতিয়ে দিও।


কোনো এক বৃষ্টির দিনে এক মনে হেটে যাবো,
তুমি আমাকে ভিজিয়ে দিও।


আনমনে নদীর পাড়ে বসবো,
আমাকে শান্তি দিও।


যখন প্রচন্ড উতলা মন নিয়ে পড়ন্ত বিকেলে,
বিদায়ী সূর্যের কাছে যাবো,
তখন,আমার মনে প্রশান্তীর জোয়ার এনে দিও।


যখন খুব একা হয়ে বসে রইবো,
তখন তুমি ফুলের বৃষ্টিতে তোমার উপস্থিতি বুঝিও।


প্রকৃতি তুমি অপরুপ
তুমি শ্রেষ্ট
তুমি অসীম


মায়াবী রাতে আমাকে মুগ্ধ করো,
তোমার আকাশের বিশালতা দিয়ে।


আমার চোখ জুড়িও,
তোমার সবুজে ঘেরা বৃক্ষ দিয়ে।


আমাকে মুক্ত করো,
ওই আকাশ ছোয়া পর্বতে নিয়ে।


আমি মুগ্ধ হয়েছি
প্রেমে পড়েছি,
মায়ায় জড়িয়েছি
এই মায়া
প্রকৃতির মায়া।