মেঘমালা-- তোমার মেঘের কব্য যেদিন হবে শেষ,
সরৎ তোমার হবে অবসান-
সেদিন, শ্রাবন তোমায় করবে আহবান।
জানি অতীত তুমি ভুলে গেছ আগেই...
শুভ্র পালকে তোমার কাব্য ঢাকা।
জানি সময় ঘুরে আসবে আবার ফিরে,
ঘটবে আবার প্রলয় বানের ধারা।
অতীত তুমি ভুলে গেছ আগেই,
নতুন করে ভুলবো তখন আমি।
শ্রাবন আমি মাতব তখন তোমার সপ্ন ঘিরে,
করবো আমি তোমার জয়গান।
মেঘের কাব্য তখন তুমি লিখবে নতুন করে,
পুর্নতা পাবে আমার মনস প্রান!