কেটে যাক দুখের ভার,
তোমাদের শোনাবো আবার
জীবনবোধের গল্প ;
সে তো মাত্র সব ছিন্ন করে চলে গেলো,
তাই বেদনা ঝরছে খুব অঝোরে
যখন ঝরতে থাকবে অল্প,
যখন শেষ রক্তের ফোঁটাটি মুছে ফেলবো,
আমি প্রেমহীন মানবিক মানুষের মতো
কথা বোলবো ;
পথে নেমে দেখাবো কিছু পথ,
লিখবো দার্শনিকের মতো কিছু  
মহান মতামত,
আমার চোখ থাকবে পাথরের মতো
সেখানে আবেগের তুচ্ছ জল,
সৃষ্টি করবে না আর কোনরূপ
প্রেমের মতো অর্থহীন ক্ষত ;
আমি শুধু হবো তোমাদের জন্য
জীবনের সৈনিক,
প্রেমের জন্য পথভ্রষ্ট আমাকে দেবো
দারুণ ধিক !
প্রতিদিন ঘুম থেকে জেগে উঠে
এক কাপ চা খেয়ে,
নেমে যাবো সমাজের
পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে ;
কবিতার স্তুপ যত জমেছিল অভিমানে,
জ্বালিয়ে দেবো মানবের পাশে
মানবিক উষ্ণতার জন্য ;
শুধু জিজ্ঞেস কোরো না যদি দেখো,
আমাকে ঘিরে ধরছে একটি ঘন অরণ্য,
আর আমি আনমনে লিখছি
হারিয়ে ফেলা প্রেমের কথা,
সারি সারি বৃক্ষের শরীরে
কোনো দুঃখ গাঁথা অনন্য;
দেখবে ম্লান দ্যুতির মতো জ্বলছে কিছু শব্দ,
পরাজয়, খন্ডিত হৃদয়
              আবার একা, আবার দৈন্য ।


(২২.০৯.২০২২)