আমাদের আবেগ নিয়ে খেলতে যেয়ো না;
করতে চেয়ো না রাজত্ব;


আবেগ আকাশে উড়িয়ো না
কুক্ষিগত কাল উদযাপনের বেলুন;
আমাদের আবেগের মানচিত্রে
ঘোর লাগা নৃত্য শিল্পীর মতন,
নাচ কোরো না, যেনো গড়েছো বুনিয়াদ
চিরস্থায়ী এক বন্দোবস্তের ;


আমাদের আবেগের পর্বতে পা রেখে,
শিখরে তুলো না জনপ্রিয়তার ডামাডোল;
আবেগের মেঘ থেকে নামিয়ো না,
মুষলধারায় বৃষ্টির পতন;
শুধুমাত্র অশ্লীল প্রচারের দূষিত অভিলাষে;


যদিও আমাদের আবেগ,
শ্বেতবর্ণ কবুতরের মতো পেলব ও পবিত্র ;
ফুলের পাঁপড়ির মতো স্নিগ্ধ তার আচরণ;
অরণ্য হরিণের মতো সচকিত তার উৎকন্ঠা,
ভালো থাকে যেন সমষ্টি সুখী হয় যেন সমগ্র,
কারো যেন না আসে কোনো অনিষ্ট;


কিন্তু বারবার যদি আমাদের এ আবেগ,
রক্ষা করে তোমাদের আধিপত্যবাদ,
রক্তের মতো সে ঝরে
                  গুমরে গুমরে কাঁদে
যেন বহু কাল ধরে নিপীড়িত এক নদী;


তবে অকস্মাৎ কোনো এক ভোরে,
আমাদের আত্মার এই সহ্যশীল আবেগ,
ন্যায়পরায়ণ ক্রুদ্ধ এক মহা সম্রাটের মতো
মহা পরাক্রমে প্রচন্ড উত্থিত হবে !
সেদিন কিন্তু সে
     তোমাদের সব কিছুকে
এক লহমায় বিলীন করে দেবে।


(26.11.2021)