আমি এসেছি সুনীল পথে, সুনীল সুখে জীবনের ঘুড়ি ওড়াতে;
এসেছি জীবনানন্দের বাংলার নীড়ে, ধানসিঁড়ি তীরে নৈবেদ্য পেতে দিতে;
এসেছি নজরুল আর রবি ঠাকুরের কাছে, অমিয় ঐশ্বর্যে হৃদয় সাজিয়ে নিতে;
আমি এসেছি সুকান্তের পথে,
               ঘরে ঘরে অভুক্ত শিয়রে, ইন্দ্রিয়গ্রাহ্য রুটির মহার্ঘতা মুছে দিতে;


এসেছি ভাঙ্গতে অশুভ শৃঙ্খল, অশৃঙ্খল বেদীতে অর্ঘ্য দিতে নয়;
আমি এসেছি শুদ্ধ নিয়মের পথে, অনিয়মের মত্ততা ছড়াতে নয়;
আমি এসেছি রিমঝিম শ্রাবণ হতে, প্লাবন ডেকে আনতে নয়;
আমি এসেছি বসন্ত হতে, কোকিলের সুর কেড়ে নিতে নয়;


আমি এসেছি এই ঋদ্ধ পথে, ছুঁয়ে দেখতে তােমাদের ঐশ্বর্য হৃদয়;
আমি এসেছি এই আলোর পথে, অন্ধ দেবতার সাথে কথা বলতে নয়;
আমি এসেছি এই উদার পথে, রক্ষণশীলতার পাঠ গ্রহন করতে নয়;
আমি এসেছি প্রতিবাদী হতে, রাজার পক্ষে গান শোনাতে নয়;


আমি এসেছি এ রাজপথে, দুঃশাসনের দেয়ালগুলো ভেঙ্গে দিতে;
আমি এসেছি বজ্রমুঠিতে, বাংলার পতাকা পৃথিবীর সুউচ্চ শিখরে উড়িয়ে দিতে;
আমি এসেছি এ রাজপথে, মিছিলে মিছিলে কবিতা ছড়িয়ে দিতে;
আমি এসেছি এ মেঠোপথে, মা ও মাটির মুখে, হাসির ঝর্ণা ফুটিয়ে দিতে;


আমি এসেছি বাংলার পথে, মুক্তিযোদ্ধাদের আমৃত্যু সালাম জানাতে;
এসেছি মুজিবের কাছে, আমরণ অভিনন্দন আর কৃতজ্ঞতা জানাতে;
আমি এসেছি বাংলার বুকে, জন্মভূমির আশির্বাদ মাথায় নিতে;
এসেছি মাতৃভূমির কাছে, তাঁর দুঃখকষ্ট ভার, শ্যামল সুখে অপার করে দিতে;
জন্মেছি বাংলা জননীর মাতৃক্রােড়ে, বাঙালির চিরন্তন সুষমাটি বুকে নিয়ে;
আমি জন্মেছি বাংলাদেশে, পবিত্র স্বাধীনতা, আর তাঁর পতাকার অহংকারে;


আমি এসেছি দেশপ্রেমী হতে, জন্মভুমির বুকে কৃতজ্ঞ চুম্বন এঁকে দিতে;
আমি এসেছি দেশপ্রেমী হতে, কারো গোলাম আজ্ঞাবহ হতে নয়;
আমি এসেছি সাম্যের পথে, বৈষম্যের দুয়ার খুলে দিতে নয়;
আমি এসেছি একাত্মতার পথে, বিভেদের পাহার গড়ে দিতে নয়;


এসেছি মানবতাবাদী হতে, অমানবিকতার অশীল বুহ্য ভেঙ্গে দিতে;
আমি এসেছি এ পৃথিবীতে, নিঁখুত ও নিখাদ মানবতাবাদী হতে;
আমি জন্মেছি এই পৃথিবীতে, মানবের নানা রঙ এক রক্তরঙে মিশিয়ে দিতে;
এসেছি ধর্ম ঐশ্বর্য পথে, ধর্মান্ধের অনাদি যজ্ঞকাল, চূর্ণ করে দিতে;
এসেছি ধর্মের প্রশান্ত পথে, ধর্ম বিভেদের সমরে লিপ্ত হতে নয়;
আমি এসেছি ধর্মের মিনারে, ধর্মের নামে রক্তের নদী সৃষ্টি করতে নয়;


আমি এসেছি কবি হতে, কোনো তমসা'র নবুওত নিতে আসিনি;
এসেছি নিরন্নের পক্ষ হতে, আসিনি অন্নদাতার মুখে আগুন দিতে;
আমি এসেছি কবিতা লিখতে, বন্ধুর বুকে ছুরি বসাতে নয়;
আমি এসেছি কবিতা লিখতে, মায়ের মুখে অভিশাপ শুনতে নয়;
আমি এসেছি কবিতা লিখতে, অশুভ'র যত ইন্দ্রজাল ছিঁড়ে দিতে;


এসেছি এই নির্বাণ পথে,
                        অনির্বাণ এক ঋদ্ধ আলোকে, পৃথিবী আলোকিত করে দিতে;
আমি এসেছি এই কবি বাগানে, দাঁড়াতে নিবিড় একসাথে, ঐশ্বর্যময় ফুলের সারিতে;
আমি এসেছি কবিত্বের বেদীতে, ঐশ্বর্যময় অমর প্রার্থনায়, স্ব-আত্মা শুদ্ধ করে নিতে;
আমি এসেছি এই কবি স্বর্গে, আপাদমস্তক বিনয়ী, অভিজাত এক কবি হতে।


কবি ভুবনে আসে যদি সুবিধাবাদের শনি, ভেঙ্গে পড়বে ঐশ্বর্যে গড়া কবি রাজ্যখানি ।


(১৩.০১.২০২১)