আমি জ্বালাবো আগুন কাব্য খোঁয়াড়ে
আগুনে পোড়াবো জালিম তোমারে
শকুনের দল পালছো তুমি
প্রজার জীবন মৃত্যু পারে।


আমি জ্বালাবো আগুন কাব্য খোঁয়াড়ে
জালিম হাসে সুখে অন্ধকারে
মসনদে বসে শুনছো তুমি
হায়নারা সব স্লোগান মারে।


আমি জ্বালাবো আগুন কাব্য খোঁয়াড়ে
পালিত পশুর পতাকা ওড়ে
রক্ত পিপাসা দেখে কি তুমি
চুমু দাও তবু পাল পশুরে।


আমি জ্বালাবো আগুন কাব্য খোঁয়াড়ে
কারা যেন তোর কবর খোঁড়ে
যে যম প্রজারে পাঠাস তুই
সে যম-ই এবার রুধিবে তোরে।


আমি জ্বালাবো আগুন কাব্য খোঁয়াড়ে
পোড়াবো তোর বদ রাজ্যটিরে
ক্ষমতা লোভে জ্ঞানহারা তুই
প্রজারা সব আসছে ঐ
মৃত্যুকে তারা মুঠিতে ধরে।


(০৩.১০.২০২০)