তুমি আমার কে, দুঃখবতী,
আমি তোমার কে?
তোমার মনে আসে ভীষণ ভাবনা
আমাকে বাঁচাবে বলে,
দিনরাত আমি ভিজে থাকি তোমার
বিষাদ রূপের জলে;
এখনো দেখি ঐ দুঃখের সাগর
পাড়ি দিয়ে সুখ পেলে,
আমার জন্য ফিরছো কি তুমি
আবারো দুঃখের জলে?
গণগণে রোদ, ভিড়ের বাস,
ক্লান্ত বাড়ী ফেরা,
বিসর্জনে ডুবে যাবে কি
ছোটো ছোটো সুখ কেনা?
ভালোবেসে মানুষ যুদ্ধে যায়
পাপ করে, কত ভুল করে,
এসেছি হয়তো তেমনই কেউ,
তোমাকে চূর্ণ করে দিতে;
শুরু হলো আবার জীবনের ক্ষয়!
ভুলের মাসুল গুনে গুনে ভয়,
শোধ করে দেবার যোগ্য সময়
ফুরিয়ে গেছে দুঃখবতী;
তবু কেনো ভালোবাসছো আমাকে?
আমি তোমার কে, দুঃখবতী,
তুমি আমার কে?


(জানুয়ারি, 2018)