শত কষ্ট বুকে ধারণ করে আছি;
তবু কেউ কেউ হেসে ওঠে বিচ্ছিরি,
আর কারো কারো সান্ত্বনার স্বরে
                      মিশে থাকে পরমানন্দ;
নদীর কাছে যদি যাই,
ভেঙে পড়ে পার; দূর দূরান্তব্যাপী
শুনি চিৎকার করে ওঠে হাহাকার;


শত পরাজয় বুকে ধারণ করে আছি;
বস্তুবাদী বিজয়ী বাঁদরেরা খিচিয়ে ওঠে দাঁত,
আর কারো কারো প্রেরণার সংলাপ
                  যেন শ্বাপদের হিস হিস ধ্বনি!
হাঁটি যদি সবুজ জমিন,
দেখা দেয় গভীর ফাটল; মাটির গভীরে
গুঞ্জন করে অভিশপ্ত কোলাহল;


শত অশান্তি বুকে ধারণ করে আছি;
তবু কেউ ঠোকে বেসুরো শান্তির তাল,
আর কারো কারো গৎবাঁধা মন্ত্র,
         শির শির করে বেয়ে ওঠে শরীর;
নীরব নীলিমার দিকে যদি রাখি চোখ,
হঠাৎ ধেয়ে আসে ঝড়; বজ্র বিদ্যুত
তিরস্কার হুঙ্কারে মুখরিত দেবতা ঈশ্বর;


শত দুঃখ বুকে ধারণ করে আছি;
তবু দুর্মূল্য সমব্যথী এক ফোঁটা জল,
আর কারো কারো প্রার্থনার প্রতিশ্রুতি,
          শিষ্টাচার সুন্দর প্রতারণা মাত্র;
ঐ নকশাকারের কাছে যদি যাই ,
বহুলাংশেই পাই প্রবঞ্চনা নির্দয় ফাঁকি; তাই
শত দুঃখ, কষ্ট, পরাজয় নিয়ে
                   আমি আমূল নিশ্চুপ থাকি।


(12.09.2021)