(মূল রচনা : Annabel Lee
         by Edgar Allan Poe)


বহু বহু বছর আগের কথা
সমুদ্র কিনারে এক রাজ্যে
এক কুমারী বাস করতো
হয়তো তুমি চেনো তাকে
এনাবেল লি এই নামে ।
এবং এই কুমারীর মনে
ছিল না আর কোনো ভাবনা
শুধু ছিল আমি তাকে ভালবাসবো
আর সে আমাকে ভালোবাসবে ।


আমরা ছিলাম বালক ও বালিকা
সমুদ্র পাড়ের এই রাজ্যে
ভালবেসেছি
আমি আর এনাবেল লি
দুজনে এমন ভালোবাসা দিয়ে
যা ভালোবাসাকেও যেত ছাড়িয়ে ।
এমনই ছিল আমাদের সে ভালোবাসা
ঈর্ষা করতো খুব
স্বর্গেরও ডানাযুক্ত সব ফেরেশতা।


এবং সে কারণেই বহুদিন আগে
সমুদ্র কিনারে এই রাজ্যে
এক মেঘ থেকে ছুটে এল বাতাস
ভয়ে কাঁপালো আমার
সুন্দর এনাবেল লি কে ।
ফলে তার উচু বংশের আত্মীয়রা এসে
আমার কাছ থেকে
চলে গেল তুলে নিয়ে তাকে
বন্ধ করে রাখলো এক সমাধিস্তম্ভে
সমুদ্র কিনারের এই রাজ্যে ।


ফেরেশতারা তখনও
খুশি নয় তাদের স্বর্গে
ঈর্ষা করেই যাচ্ছিল তারা
এনাবেল লি আর আমাকে ।
হ্যাঁ, সেটাই হলো কারণ
যা সকল লোকেরাই জানে
সমুদ্র পাড়ের এই রাজ্যে
বাতাস বের হয়ে এলো আবার
মেঘ থেকে সেই রাতে
ভয়াল শিহরণে খুন করলো বাতাস
আমার এনাবেল লি কে ।


কিন্তু আমাদের থেকেও বুদ্ধিমান
ও বয়সী ছিল যারা
তাদের থেকেও বহুগুনে
সুদৃঢ় ছিল, আমাদের ভালোবাসা
এবং না উপর স্বর্গের ফেরেশতারা
অথবা সাগর অতলের অপদেবতা
ছিন্ন করতে পারেনি আমার আত্মা থেকে
সুন্দর এনাবেল লি'র আত্মা ।


সুন্দর এনাবেল লি'র স্বপ্ন
আমাকে এনে দেয়া ছাড়া
চাঁদও তার কিরণ, কখনো ছড়াতো না
এবং জাগতো না কখনো নক্ষত্র
অথচ অনুভব করতাম আমি
সুন্দর এনাবেল লি'র উজ্জ্বল দুটো নেত্র ।
তাই সমস্ত রাত ভর জোয়ারে
আমি থাকতাম নিবিড় প্রেমে শুয়ে
আমার জীবন, আমার বধু
এবং আমার প্রিয়তমাটির পাশে
সমুদ্র কিনারে তার সেই সমাধিস্তম্ভে
ধ্বনিত সমুদ্রের পাড়ে
আমার সুন্দর এনাবেল লি'র সেই কবরে ।


(২৯.১১.২০২২)