অপলক তাকিয়ে আছি তোমার দিকে;
হয়তো ভাবছো তুমি,
আমি নিতান্তই এক খুনী;
এসেছি তোমার দরবারে;
যেমন আসে পানকৌড়ি,
দিতে নিপূণ ডুব, বিজন দুপুরের পদ্ম পুকুরে;


আমি দেখছি তোমার অপূর্ব আঙ্গুলের নিবিড় খেলা;
তাতে মেখেছে আলো বিষন্ণ গোধূলী বেলা;
দেখছি যেন আঙ্গুলের অভিসার,
গোলাপ রক্ত আর দুধ হলদে অঙ্গীকার
স্পর্শ করে যদি আমার ভুবন,
রেখে যেতে দিও নিয়তির দশ চুম্বন;
কেননা খুনীদেরও থাকে - প্রেমিকের মতো শুদ্ধাচারী মন।


(০১.১২.২০২০)