নীরেন্দ্রনাথ বলেছিলেন বনলতার কবিকে,
ভেঙ্গে দিতে তাঁর অমূলক ভ্রান্তি;
তোমার কবিতা "লাশ কাটা ঘর" পড়ে
সেদিন ও কথা লিখেছিলাম কলামে,
সে কারণে এত রাগের কী আছে?
মানুষের কী থাকে না আত্মঘাতী ক্লান্তি?


আমি আবার এ ঘটনাটির বৃত্তান্ত পড়ে,
চমকে উঠেছি ভীষণ আত্মার গভীরে;
যারা ব্যর্থ হলাম খুব ঐ কবিটির মতো,
গড়ে নিতে জীবনে একটি যোগ্য সংস্থান;
তারাও যেন বেঁচে আছি অনাদিকাল ধরে,
আত্মঘাতী এক ক্লান্তির ভেতরে;
একটি গরীব রাষ্ট্রের মালিকানা হাতে পেয়েও,
পারিনি আমরা কেউ,
শুধুমাত্র তার দুঃশাসনের কবলে পড়ে ।


(07.10.2021)