বাংলাদেশের বাঙালিরা শস্য সবুজ মন,
দোয়ের কোয়েল ফিঙে শ্যামা কোকিল সুরের বন;
বাংলাদেশের বাঙালিরা পদ্মা পারের সুর,
বঙ্গ সাগর বিশালতা শুদ্ধ স্বর্গ নূর;


বাংলাদেশের বাঙালিরা ধর্ম নিরপেক্ষ,
সব ধর্মের অধিকারে উদার সুখের বক্ষ;
বাংলাদেশের বাঙালিরা অপার আকাশ তারা,
মাতৃভূমির মাটির মতো মিঠে গন্ধে ভরা;


বাংলাদেশের বাঙালিরা একাত্তরের ফুল,
মুজিব নামের মহীরূহে কৃতজ্ঞে আকুল;
বাংলাদেশের বাঙালিরা মুক্তিযোদ্ধা প্রাণ,
অমর অজয় মাতৃভাষার স্বাধীনতার গান;


বাংলাদেশের বাঙালিরা সদ্য কিশোর হাসি,
সব কিছুরই উর্ধ্বে উঠে মা'কে ভালোবাসি;
বাংলাদেশের বাঙালিদের প্রথম পরিচয়,
বাঙালি সে বাঙালি,_ আর তো কিছু নয়;


বাংলাদেশের বাঙালিরা বিশ্বের বিস্ময়!
নিজের একটি স্বাধীন দেশে, চিরতরে অক্ষয়।


(২৭.০১.২০২১)