ক্ষিপ্ত উন্মাদ ট্রাক বাস উপেক্ষা করে
পেরিয়ে গেলাম ব্যস্ত রাস্তা - আমরা কয়েকজন তরুণ;
এরপর খোঁয়া ওঠা এবরো থেবড়ো রাস্তার পর
দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে গেলাম এক গলির ভেতর
গলির ভেতরে গলি, তস্য গলি নস্য গলি


আমরা খুঁজে চলেছি এক ব্যাপারীকে;


খুঁজছি আমরা কয়েকজন তরুণ;
যদি জানতে চান তার কারণ? - তবে বলবো,
ক'টা টাকার বিনিময়ে আমরা কিনবো
কিছুক্ষণের জন্য একটি রঙিন ভুবন;
বিচ্যুত এই জগতের মাঝে তৈরী করে নেবো আরেকটি জগৎ;
ভুলে যাবো সবকিছু
শুধু চা-সিগারেট আর ঠাট্টায় হবো মশগুল,
অক্ষম সব আক্রোশের বুকে পা রেখে
হবো অন্য ভুবনের নেশাগন্ধ ফুল;
বেদখল হয়ে যাওয়া সব সিঁড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেবো,
এবং একিসাথে পোড়াবো
আমাদের প্রত্যাখ্যাত যত স্বপ্ন;


বলতে পারেন, ঐ ব্যাপারীকে কোথায় পাবো?


(০১.০৪.১৯৯৭)