অনেক কথা বলতে ইচ্ছে হয় কবিতায়;


ইচ্ছে হয় পদ্মার অদম্য স্রোতের মতো
প্রবাহিত হোক আমার কবিতার শব্দমালা;
ইচ্ছে হয় সৃষ্টি করি কলকাকলি মুখর
শব্দের অরণ্য;


আমি চাই কোটি নক্ষত্রের মতো
অগণ্য শব্দেরা ঝকমক করুক,
আমার কবিতার স্নিগ্ধ নীলাভ শরীরে;


আমার কবিতার অবিরত শব্দের মধুরিমা,
আরক্ত করে দিক পৃথিবীর সকল
প্রেমিকার মুখশ্রী;


অনন্ত অমিত শব্দের তেজ,
কাঁপিয়ে দিক বেরহম বেত্তমিজ
সব শাসকের বুক;
চূর্ণ করে দিক ওদের অসভ্য পাঁজর ও অস্থি;


আমার কবিতার অগণিত শব্দদূতেরা,
দাপিয়ে বেড়াক
দুনিয়ার সকল মহাফেজখানা আর গ্রন্থাগার;


আমার কবিতার সীমাহীন শব্দরাজির পাঠ,
পেরিয়ে যাক আমার আয়ুষ্কাল,
খুঁজে পাক অমরত্ব;
ধ্বনিত হতে থাকুক আমার মৃত্যুর পরে,
প্রজন্মের মুক্ত চিন্তা চেতনার সকল পাদপীঠে;


আমার কবিতার দুর্ধর্ষ শব্দ সোপান,
পৌঁছে যাক অমর্ত্যলোকে;
বলে দিক দেবতাদের নির্লিপ্ত কর্ণকুহরে,
আমরা কবিরাও সৃষ্টি করেছি পৃথিবীতে
আলাদা স্বর্গ ;


আমার কবিতার অগণন শব্দের সুষমা,
মিশে যাক পৃথিবীর জনারণ্যে;
জীবন মুক্তি পাক, খুলে পড়ে যাক
অশোভন সমস্ত শৃঙ্খল,
পুনরুদ্ধার হোক প্রকৃত জীবনের তাৎপর্য;


আমার কবিতার অপরিমিত শব্দের কোষ,
মিশে যাক মানবের রক্ত প্রবাহে;
গেয়ে উঠুক জগতের সকল মানুষ,
মানবতার উদাত্ত জয়গান;


আমার কবিতার অসংখ্য শব্দের সৌর্য,
দাঁড়াতে চায় সেই প্রবাদপ্রতীম মঞ্চে,
কবিতার জনসমুদ্রে গর্জে উঠতে চায়  
অবিস্মরণীয় সেই গর্জনে, যা এনেছিল
কবিতার মতো সুরভিত স্বাধীনতা;


আমার কবিতা চায় না
পরিমিত শব্দের বনেদি অহংকার;


আমার কবিতা বাংলার সরল চাষী,
আমূল প্রান্তিক; সবুজ বাংলা বুকে
অজস্র ধান চারা রোপনের মতোই,
ঐশ্বর্যময় শব্দের বেশুমার বুনন
        চিরন্তন এক অভিলাষ আমার ।


(20.09.2021)