(বিজাতীয় জন্তু)


কতগুলো বিজাতীয় জন্তু বাস করে বাংলাদেশে,
পাকি জানোয়ারগুলো এখনো তাদের প্রভু;
লাল সবুজের খেয়ে বাঁচে চাঁদ তারা ছদ্মবেশে,
কতগুলো বিজাতীয় জন্তু বাস করে বাংলাদেশে;
বাংলার পতাকা না মানা জন্তু এরা সব সর্বনেশে,
নেমকহারাম রোশনাই নিভতে দেখি না কভু;
কতগুলো বিজাতীয় জন্তু বাস করে বাংলাদেশে,
পাকি জানোয়ারগুলো এখনো তাদের প্রভু!


(বিভেদের জঞ্জাল)


আমি ভালোবাসি না বিভেদের কোনো জঞ্জাল,
ভালোবাসি মুজিব মুক্তিযুদ্ধ আমার বাংলাদেশ;
কে বানালো কত রাস্তা, কে কাটালো কত খাল,
আমি ভালোবাসি না বিভেদের কোনো জঞ্জাল;
কে যে দিলো শীষে বিষ, ওঠালো কে ছেঁড়া পাল;
লাল সবুজ পতাকা, আর মানচিত্র সত্য সর্বশেষ,
আমি ভালোবাসি না বিভেদের কোনো জঞ্জাল,
ভালোবাসি মুজিব মুক্তিযুদ্ধ আমার বাংলাদেশ।


(১৩.০৪.২০২১)