ঐ দেয়াল আমাকে যেন গ্রাস করে।
সহ্য হয়না দেয়ালের দৃষ্টি নিথরতা
আমার অনুভবটিকে স্থির পাথরের মতো
ঘিরে থাকে সে দেয়াল।
তার আকাশ আড়াল উচ্চতা
কালো গ্রানাইটে জমাট শোকের স্তম্ভ
আর বা বুকে কেটে রাখা এক জানালা
শৈল্পিকতার এক অনন্য শ্রদ্ধা ।
সেই দেয়ালের সামনে
আমার পিপীলিকার মতন অস্তিত্ব যেন
শুনতে থাকে দেয়ালের বিশালাকায় জবান
"পঙ্কিল ও পঙ্গু করে ফেলেছি আমরা
স্বাধীনতা মানচিত্র পতাকা" ।
বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আলো
নিভিয়ে আমরা আজ
অদ্ভুত বিভ্রান্ত আঁধারে বেঁচে আছি ।
আমি ঐ দেয়ালের তিরস্কার সৌন্দর্যের
সম্মোহন
মুগ্ধতা
গ্লানি থেকে ছুটে পালিয়ে যেতে পারি না
আমি এক পাপবিদ্ধ নাগরিকের মতো
ক্ষমার অপেক্ষায় দেয়ালটির মতোই
নিথর শৈল্পিক আর যোগ্য হয়ে উঠতে
নিবিড় ভালোবাসায় বাঁধভাঙা অশ্রুর জন্য
শুধু অনন্ত প্রার্থনা করতে থাকি।


(২০.১০.২০২২)