(১)


মধ্যবয়সে বৃষ্টিপাত
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!
হৃদয়ে ওঠে বুদ্ বুদ্
কোথায় সে আপন?
কি করে হলো যে পর!


(২৯.০৬.২০১০)


(২)


বৃষ্টির জলে কি জ্বলে অলীক যাদু!
ঝরছে ঝম ঝম ঝম ঝম,
হঠাৎ অনলে একি! পুড়ছে কেনো মন!
বৃষ্টি! বৃষ্টি! তোমার করেছি কি ক্ষতি!
কেনো খুঁড়ছো আমার অবচেতন!
এককালে ছিলো সে,
নিবিড় সব ঘন বৃষ্টির রাত্রি;
আজ যে সে নেই,
তবু কেনো পোড়াও অনলে অকারণ?


(২১.০৭.২০২০)


(৩)


কি যে মধুর ছিলো তোমার দৃষ্টি
      হৃদ কম্পাসের কাটা কিছুটা ঘুরতেই,
                         হলো এক অনাসৃষ্টি;
আহ! কোনোভাবেই যে আর থামে না বৃষ্টি!


     ঝর ঝর ঝর বৃষ্টির দৃষ্টিও নয় কি অনাসৃষ্টি?


(৩০.০৪.২০২০)