(১)


দাঁড়িয়ে আছি জানালার কাছে, এসেছে বৃষ্টি!
নৃত্যরত গাছের ডালে ভেজা কাক, ক্যাসেট ডেকে পিয়ানোর সুর,
নারীকন্ঠে প্রেমের গান, ব্যাকুল তার আহবান,
                                    "চলো হারাই দু'জনে বহুদূর";
আমি শুনে যাই বৃষ্টির করুণ কান্না, ভিজে যায় মন, ভিজে যায় মাটি,
আমার আঙ্গুলে জ্বলে জ্বলে শেষ হয়, হৃদপিন্ড শত্রু একটি;
এখন ঘুমোবো আমি; বৃষ্টি তােমার কোলে মাথা রেখে;
                                          তুমি যেন যেও না চলে।


(২২.০৪.১৯৯৬)


(২)


টেম্পো করে ফিরছিলাম;
হঠাৎ বৃষ্টির সাথে দেখা হলো;
তুমুল আবেগে ভিজিয়ে দিলো আমার সর্বাঙ্গ,
যেনো বললো, "কেমন আছো?";
বিরক্ত আমি হইনি তার স্পর্শে, অনাহুত তার আগমনে,
বলিনি তড়িঘড়ি, "কন্ডাক্টর পর্দা ফেলো";


বরং তার ছোঁয়া যেন নারীর কোমলতা,
বৃষ্টি আমার প্রেমিকার মতো, তাকে তো বলা যায় না,
                           "সরিয়ে নাও তোমার হাত";
অনেক দিন পর পর তার পাই দেখা,
সাথে করে নিয়ে আসে সে,_ অদ্ভুত ব্যাকুলতা;
তাই ছিলাম শিহরিত সেদিন তার আলিঙ্গনে,
                               বাড়ী ফেরার আগে।


(০১.০৫.১৯৯৬)