মৃত্যুর কথা হঠাৎ,_ কেন বলে উঠি আমরা ?
অলৌকিক পাহাড়ে যেন দেখেছি,_ বিরহী আগুন,
জীবন-প্রেয়সী থেকে চলে গেলে বহুদূর
অভিমানে, প্রেমটি হয়ে পড়বে যেন দারুণ অমর;


চলে যাবার কথা,_ কেন বলি আমরা ?
নিবিড় নক্ষত্র-দের থেকে ফিরিয়ে নেই মুখ,
দৃষ্টি রাখি হাতের তালুতে;
ভাগ্য সৌভাগ্যের নদীদের দেখি, জ্বলজ্বলে অথবা নীরবে বহমান,
কোনো এক পূর্ণতার মাঝে দিতে ঝাঁপ,_ অক্লান্ত নৈবেদ্য সুখে;


রূপালী ইলিশের দিকে রূপোর চাকতি ছুঁড়তে ছুঁড়তে,
অথবা সরস পাঁঠার মাংসে রক্তাক্ত অভিলাষ,_ ঝরাতে ঝরাতে,
বিকট উল্লাসে কেউ কেউ বলে ওঠে,
"বেঁচে থাকো, বেঁচে থাকো, এ জীবন যে উপভোগের!
পৃথিবীকে কিছু ফেরত দিয়ে, তবেই নাকি যেতে হয়";
অমিয় জীবন বাণী-গুলো শুনে,
আমাদের কৃতার্থ চোখের কোটরে নিয়ে আসি কাক চক্ষু জল;


তবে আমাদের কুঞ্চিত ভ্রুপল্লবে
                             একটু পর জেগে ওঠে,
সমান্তরাল রেখার মতো ঔদাসীন্য,_ হাহাকার;
অতঃপর,_ অসহায় অভিমান-মাখা মুখগুলো আমাদের
তুলে ধরি আবারো,_
                         নিবিড় নক্ষত্র-মালাদের দিকে।


(১৪.০৫.২০২১)