ছন্দ আমার স্কন্ধে চড়ে
দিচ্ছে তুমুল টান;
ছন্দ সুরে ছুটলে ঘোড়া
জুড়ায় সবার প্রাণ;


ছন্দ ছাড়া মন্দ বলে
পদ্য যদি লিখি;
ছন্দ শেখো ছন্দ শেখো
বলছে তোতাপাখি;


ঝমঝমা ঝম বৃষ্টি মাঝে
ছন্দ প্রবল ঝরে;
ছন্দ দেবী কবে আমায়
নেবে আপন করে ?


পদ্য মাঝে সূক্ষ্ম অতি
গদ্য মাঝে মোটা;
ছড়ার মাঝে ছন্দ নদী
শব্দে শুধু খোঁটা !


বৃত্ত বৃত্ত ছন্দ রসে
আহা সুখে মরি;
ছন্দ হলেই কবি আমি
বলছে যত হরি !


ছন্দ ছাড়া সর্বহারা
যত কবির কুল;
শখের বশে ভুল করো না
ফোটাও ছন্দ ফুল;


ছন্দ দেবী মাফ করে দাও
স্কন্ধ থেকে হঠো;
যাদের হাতে ছন্দ খেলে
তাদের কাঁধে ওঠো ।


(২৮.০৫.২০২১)


(*কবি শিকদার ওয়াহিদুজজামান কে উৎসর্গ। শ্রদ্ধার সাথে, কবি প্রীতি আর বন্ধুত্বে। চমৎকার মনের একজন মানুষ আমাদের আসরের এই প্রিয় কবি। কবি আপনার সুন্দর সুস্থ্য জীবনের জন্য শুভকামনা। )