ছোট ছোট আগুন সর্বত্র,
                       একটি পত্র
লিখেছিলো জীবন আমাকে একদিন;
হয়তো সেদিন,
খুব বেশী আত্মদহনে হয়ে পড়েছিলাম লীন;
লিখেছিল সে
ভেবে দেখো, সংসারের গহন বনে জ্বলছে,
                                ছোট ছোট আগুন সর্বত্র!


দেখ, বিশ তলা ভবন দাউ দাউ করে জ্বলে ভস্ম হয়,
অথবা মাইল জুড়ে বস্তি পুড়ে ছাই হয়
ভয়ানক অগ্নিকান্ডে, অকস্মাৎ কোনো এক ষড়যন্ত্রী রাত্রে;
আক্ষরিক আগুনগুলোর পেছনে,
জ্বলে লোভ, হিংসা, অবহেলার মতন ইতর আগুন    
                                             ছোট ছোট সর্বত্র;


পৃথিবীর সবার প্রার্থনায় আছে চাঁদের স্নিগ্ধতা!
অথচ ওঠে তর্ক, কার প্রার্থনা সবচাইতে শ্রেষ্ঠতর, গণগণে সূর্য!
ধরে যায় ছোট ছোট বিদ্বেষের আগুন,
ছড়িয়ে পড়ে পৃথিবী চরাচর জুড়ে,
বিপুল সে অশুভ উল্লাসী আগুনে,
আমাদের আত্মা শুধু পুড়তে থাকে, পৃথিবীর সেই শুরু থেকে;


সংসারে একদিন,
কেউ আর কাউকে ভালোবাসে না,
যেন একি শরীরে প্রদীপ জ্বালাতে, হঠাৎ আর ভালো লাগে না,
অসহ্য মনে হয় দুজনারই দুজনকে
ভালোবাসার ফুল যা ফুটেছিল, সেগুলোর একটি
                          নষ্ট হয়ে পড়ে তো আরেকটি হয় ভ্রষ্ট;
অসুখ, অর্থ, এধারার বিবিধ প্রকার ও প্রচুর,
সুশীল অশীল যন্ত্রণা মন্ত্রণা, আর নিষিদ্ধ আকাঙ্খার স্বপ্নতাড়না,  
                                         এভাবেই জ্বলছে যত্রতত্র;


এবং জ্বলতেই থাকে পৃথিবীর প্রতিটি জীবন জুড়ে,
                                          ছোট ছোট আগুন সর্বত্র।


(২২.০৭.২০২০)