যেনো জিনোম সিড়ি পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে ডিএনএ জেনেটিক কোডিং,
ধূলিকণাসম সে জীব, ধেয়ে বেড়াচ্ছে মানব উপসংহার; ফাস্ট এচিভিং,
ক্ষুদ্র দানব কর্কটের মতো, কুরে কুরে খাচ্ছে সব কাঠামোবদ্ধ তথ্যের ভীত,
বসিয়ে দিচ্ছে শুধু একটি সমাপণী শব্দ; শুধু বলি, নো এস্কেপ নো রিট্রিট!


অক্সফোর্ড এখনো এগিয়ে, ক্রান্তিসমরে, তাও নাকি লাগবে বছর পাঁচ থেকে আট!
বিপন্নতার প্রলাপ পেরিয়ে, প্রস্তুতি শেষ করেছি, তালুতে ধরা প্রস্থানের পাঠ;
বাঁচিও যদিবা, অর্থমন্দা আসছে সাথে দুর্ভিক্ষ আর যুদ্ধ, যা নিশ্চিত পুল-সেরাত;


জিনোমের প্যাঁচানো দুই রশির গিটে গিটে, অনপণেয় মুদ্রিত,
মানুষ কতটুকু গর্দভ, ধীমান, কতটুকু ভাঁড়, কাঙাল অথবা কবির মতো-
মহীয়ান হবে; কতদুর জীবন ছুটবে, কোথায় থেমে যাবে বেয়াড়ার মতো;


জুলস ভার্নের অবিশ্বাস্য কল্পনা পড়ে, মানুষ মহাকাশ জয় সত্যি করেছে,
চেক প্লেরাইট কাপেকের রোবট আজ ধীরে ধীরে আসিমভের মতো সত্যি হচ্ছে,
হিচককের হরর দা বার্ডস, দেখা দিলো সেদিন সৌদি মার্কেটে, কাকের রাগ হয়ে,
কাল্পনিক পোকামাকড়, মর্ত্য অধিগ্রহন, ডিজাস্টার মুভিস, ধ্যাৎতেরী বলে কত বকেছি,
এখন দেখি মূকবিস্ময়ে, লোকাস্ট! আর সাহারার বালুঝড় উড়ে আসে মেক্সিকো সিটি!
আরো অত্যাশ্চর্য!!
হলিউডের বহু উদ্ভট সাই-ফাই, জীবাণু গল্পের প্লট, করোনা বাস্তব সত্য করে দিয়েছে!!!
বিতর্কিত নস্ট্রাডামাস শুধু নয়, সাধারন মানুষেইতো প্রচুর আধিদৈবিকতা নিহিত রয়েছে;


মাত্র শুরু হয়েছিলো, ডিএনএ টুইকিং, সুস্থ্য দীর্ঘ জীবন; অপসারণে
চির ব্যাধী কিছু শত্রু; অকস্মাৎ কোথা হতে এলো করোনা, জিনোম তথ্যের
সব সম্ভাবনা,


খুঁড়ে উপড়িয়ে, যেন বসাচ্ছে অন্তিম একটি মাত্র শব্দ, “মৃত্যু”।


(২৬.০৬.২০২০)