আমি ক্ষুব্দ অনেক,
আমাকে আর ক্ষুব্দ করো না;
তোমাদের ধর্মসান্তনা, আমার আর ভালো লাগে না;
যত প্রার্থনা, ছিঁড়ে খুঁড়ে
চিত হয়ে শুয়ে আছি কবর অন্ধকারে, প্রস্তুত;
নিয়তি নক্ষত্রের মতো একসারিতে দাড়িয়ে গেছে,
ওদের আর সরানো যাবে না, সব এখন ধ্রুবতারা মৃত্যুদূত;


ধেয়ে ধেয়ে আসছে জৈব ধুলিকণারা, তাদের আরাধনার
এই প্রাধান্য কি জন্য, কেউ জানে না;
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো ওরা, গুড়িয়ে দিচ্ছে
মানবের সব শৈল্পিক বেদনা;
নির্বাপিত হচ্ছে জীবন একে একে
আর তৎসঙ্গে, আমাদের যত কিম্ভুত জাগতিক চেতনা।


(০৯.০৭.২০২০)