সংখ্যাটি দু'হাজার বিশ, ছিল কি অপূর্ব!
বিশ আর বিশের বছরটি, হয়ে গেলো এক অনু-বিষের স্বর্গ;
পৃথিবী হয়ে পড়লো নিথর, মানবের দরজা জানালা বন্ধ,
থেমে গেলো মানব মানবের স্পর্শ_ আলিঙ্গন, করমর্দন, চুমো;
মুখোশ পড়ে থাকা মানুষের মুখে উঠলো সত্যিকারের মুখোশ,
আর কবির কবিতায় নেচে উঠলো,
ভীত অনুভবের শঙ্খচূড়, মোমের আলোতে প্রার্থনারা অনুত্তরিত;
হতবাক মুক্ত মানব শিখলাে গৃহ-বন্দীত্বের অসহ পীড়নের দিন;
অনু বিষ যেন ফিরিয়ে দিতে চাইলো_ পৃথিবীকে তার সুপ্রাচীন নির্মল রূপ;
আগ্রাসী এবং সর্বগ্রাসী প্রাণী__ মানববিহীন;


অপরাজেয় মানব ধাতস্থ হতেই_ তর্কে মুখর হলো সারা বিশ্ব;
দায় কার? বাঁচাবে কি বিজ্ঞান নাকি মহা সে ঈশ্বর নিরাকার,
মানব, রাষ্ট্র, প্রহসন, বহুমূখী দার্শনিকতার_  
নানাবিধ মত প্রশ্নের প্রচন্ড প্রবাহে_ গর্জে উঠলো অধিবাসীরা পৃথিবীর;
মেলেনি সদুত্তর, মেলেনি পূর্ণ স্বস্তি, সমাধান আজো,
যখন যাচ্ছে পৃথিবী ২০২১ এ_ পেরিয়ে না ফেরা সীমানা আজ মধ্যরাত্রির;


২০২০, সৃষ্টি হলো ইতিহাস, এক মহা ভয়ালতার!
পৃথিবীর মানব ভুলবে না কখনো আর, আবারো করবে ভুল!,
সৃষ্টি করবে আরো ভয়ালতর অনু-বিষের ইতিহাস,
তবু ভুলবে না "করোনা"_
পৃথিবীর চরিত্র বদলে দেয়া, প্রথম জীবাণু অনুঘটক_ তার নির্বাচিত নিবাস;


দেখছি স্পষ্ট_ ভবিষ্যতের কোনো মানব, উল্টোচ্ছে ইতিহাসের পৃষ্ঠা;
হঠাৎ তার চোখের তারায় ফুটে উঠলো আতংক!
যে পৃষ্ঠায় লিখে রেখেছি আমরা, চার অংকের একটি সংখ্যা’র নারকীয় শিস,
"বিদায় - দু'হাজার বিষ"।


(৩০.১২.২০২০)


(সবাইকে ইংরেজী শুভ নববর্ষ ২০২১ এর শুভেচ্ছা__করোনা ধ্বংস-প্রাপ্তির শুভকামনা সহ।)