আমার নগর স্তব্ধ


স্কুল, পার্ক, রেস্তোরা - বন্ধ
ব্যাংক, বীমা, বাণিজ্য - বন্ধ


পৃথিবী জুড়ে শত শত ভূতুরে শহর


মানুষের দুয়ার বন্ধ ;


উঠোনে, আঙ্গিনায় যেতে - ভয়
খোলা রাস্তায়, খোলা মাঠে - ভয়
মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস
আর নিরাপদ নয়


মানুষে মানুষে দেখাদেখি, গল্প
চায়ের উত্তাপে আড্ডার
সময়হীন প্রবাহ - সব বন্ধ


মানুষের বোধের বাইরে
স্রষ্টার অপরিমেয় শক্তি
অঙ্গুলির হেলনে
তাঁর দেয়া শাস্তি
মুহূর্তে নতজানু শ্রেষ্ঠ জীব


স্রষ্টার রোষানল
প্রকৃতির সাবধানবাণী
প্রলয়মস ঝড় নয়, জলোচ্ছাস নয়
আগ্নেয়গিরির বিস্ফোরণ নয়
ভূমিকম্প, প্রাণনাশী বন্যা, খরা
কিছুই নয়


সামান্য ধূলিকণার মতো করোনা
স্তব্ধ করে দিয়েছে জীবনের উচ্ছাস


আমার নগরী স্তব্ধ


শেকল দুলছে
মৃদু টুংকার
ভয়াল বাতাসে


জানালায় দেখা যায় না কারো মুখ
সব জানালা বন্ধ, কালো আঁধারে ঢাকা


পৃথিবী জুড়ে শত শত ভূতুরে শহর