ক পর্ব:


করোনা মাথাটা নষ্ট করছে
মগজে পোকারা চক্রাকারে ঘুরছে
হলিউডি ভৌতিক ছবির মতো
করোনা ঘাড়ে চেপে বসছে


কে যেন দরজার কড়া নাড়ছে
দরজা খুলবো না আমি
করোনার বিষ মেখে
লোকটা নিশ্চয়ই দাড়িয়ে আছে


পাড়ার দোকান থেকে সদাই এসেছে
প্যাকেটগুলোতে হাচির ড্রপলেট মিশে আছে
তাড়াতাড়ি মোছো, সেভলন, ডেটল হেক্সাসল
অস্থির টেনশন, আমার হাত কাঁপছে


টিভিটা খুললেই শুধু অশুভ সংখ্যা
অশুভ সংখ্যা পাঠ করছে
সংখ্যারা শুধু বাড়ছে, বেয়ে বেয়ে উঠছে
সরকার আরেক দফা ছুটি বাড়িয়েছে
করোনাকালে বন্দির দিন আরো বাড়ছে


দোকান-পাট, বাজার-হাট
রাত আটটা থেকে নামিয়ে
সন্ধ্যে ছ’টায় বন্ধ হচ্ছে
রাস্তায় রাস্তায় পুলিশ বিডিআর ঘুরছে
মাইক থেকে খবরদার করে শাষাচ্ছে


করোনা আমার স্বপ্নে হানা দিচ্ছে
সমস্ত সত্ত্বা আমার তাড়া করে ফিরছে
সুস্থ ভাবনায় কালো বিষ ঢালছে


খ পর্ব:


সেদিন রাতে বৈশাখী ঝড়ে
চলে গেলো বিদ্যুত প্রায় ঘন্টার ওপরে
আসে না তো আসে না
আজ রাতে কি আর আসবে না
টেলিফোন করবো কি করবো না দ্বিধা
যদি ক্ষেপে গিয়ে ঝেড়ে দেয় খুব
“শুধু আপনাদের জন্যই করোনা
আমরা কি বাচবো না”
ভয় নিয়ে অপেক্ষায় বসে ছিলাম নিশ্চুপ


আবর্জনা নিয়ে যায় প্রতিদিন যে লোকটি
সে যদি না আসে
আবাসিক এলাকার প্রতিটি বাড়ি
ভরে যেতো উচু উচু ময়লার স্তুপে
করোনার আগে মরে যেতে হতো
অ্যামোনিয়া নিঃশ্বাসে টেনে
বছরের কোনদিন চোখে পড়ে না যাকে
কদর করে তিন কেজি চাল,
পেয়াজ, তেল, ডাল আর পাঁচশটি টাকা
তার পকেটে দিয়েছি গুজে


গ পর্ব:


করোনা আমাদের অমানুষ করে তুলছে
(সেদিন শরীয়তপুরে, করোনা সন্দেহে, মৃত্যুর পর ছেলের পাশে মায়ের আহাজারি কেউ লাশ দেখতে আসেনি, বড় ভাই, চার বোন, স্বজন ও গ্রামবাসী, কেউ ফিরে তাকাননি, ছেলে মারা যাওয়ার ২১ ঘণ্টা পর দাহ করা হলো, ছেলেটি করোনা আক্রান্ত ছিলো না)
অবিশ্বাসী
সন্দেহপ্রবন
বাতিকগ্রস্থ
করোনা আমাদের মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে
করোনা আমাদের মানবতা...আহ্


করোনা আমার কবিতার বোধ নষ্ট করে দিচ্ছে...।


(রচনা: ১৩.০৪.২০২০, রাত ১২.০৪)